প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে লেবাননে নতুন সরকার ঘোষণা হয়েছে। একইসাথে গঠন করা ২৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা। খবর সিনহুয়া ও রয়টার্স।
শনিবার (৮ ফেব্রুয়ারি) লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় এক ঘোষনায় জানায়, প্রেসিডেন্ট জোসেফ আউন সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সরকারের পদত্যাগ গ্রহণের পর ২৪ মন্ত্রীর সরকার গঠনের অনুমোদন দিয়ে একটি ডিক্রি জারি করেছেন।
প্রেসিডেন্ট কার্যালয় আরও জানায়, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নওয়াফ সালাম নতুন। নতুন মন্ত্রীসভায় ২৪ জন মন্ত্রী রয়েছেন। মিকাতির সরকার টানা দুই বছরের বেশি দেশটিতে অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভা ছিল।
সামাজিক যোগাযোমমাধ্যম এক্সে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন তিনটি ডিগ্রি ঘোষণার কথা জানিয়ে বলেন, লেবাননের ক্ষমতা ভাগাভাগি পদ্ধতি অনুসারে, সালাম সরকারের ২৪ মন্ত্রী খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে।
লেবাননে সরকার গঠনের ব্যাপারে মার্কিন দাবির বিপরীতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টকে নতুন সরকারে মন্ত্রিত্ব দেয়া হয়েছে। দুটি দলের মোট ৫ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে আমাল মুভমেন্টের তিনটি এবং হিজবুল্লাহর দুটি।
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন উপ-বিশেষ দূত মরগান ওর্টাগাস বলেন, নতুন সরকারে হিজবুল্লাহর উপস্থিতি একটি রেডলাইন। তারা এই নতুন সরকারে থাকতে পারবে না।
কূটনীতিক ও আন্তর্জাতিক বিচার আদালতের সাবেক প্রেসিডেন্ট নওয়াফ সালাম প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে দেশটি। সেইসঙ্গে লেবাননে আনা হবে ব্যাপক সংস্কার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন