ইয়েমেনের হুতিরা গাজায় ত্রাণ অবরোধ তুলে নিতে ইসরায়েলকে চার দিনের আলটিমেটাম দিয়েছে। তা না হলে, তারা আবার নৌপথে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
ইয়েমেনের হুতিদের নেতা আল-হুতি শুক্রবার বলেছেন যে, ইসরায়েল যদি চার দিনের মধ্যে গাজায় ত্রাণবহর প্রবেশে বাধা প্রত্যাহার না করে, তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। এর ফলে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির পর হুতিদের আক্রমণ বন্ধ হলেও তা আবার পুরোদমে শুরুর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ইরান-সমর্থিত এ গোষ্ঠীটি ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ১০০ টিরও বেশি আক্রমণ চালিয়েছে। তারা দাবি করেছে, গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ওই সব হামলা চালানো হয়েছে।
সেই সময়কালে হুতিরা দুটি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে চারজন নাবিককে হত্যা করে। এসব আক্রমণে বিশ্বব্যাপী জাহাজ চলাচল চরমভাবে ব্যাহত হয়। এমনকি অনেক সংস্থা দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল রুট ব্যবহার করতে বাধ্য হয়েছে।
আল-হুতি, আমরা চার দিনের জন্য একটি সময়সীমা দেব। এই সময়সীমা গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য। যদি চার দিন পরেও ইসরায়েলিরা গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে আমরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব।
গত ২ মার্চ যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা তীব্রতর হওয়ায় ইসরায়েল গাজায় ত্রাণ ট্রাক প্রবেশে বাধা দেয়। ফলে হামাস মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানায়। এ নিয়ে মধ্যস্থতাকারীরা ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে।
এদিকে শুক্রবার হামাস হুতিদের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। হামাস বলেছে, এটি সাহসী সিদ্ধান্ত। গাজায় ১৫ মাসের যুদ্ধের সময় তারা (হুতিরা) যে সমর্থন ও সহায়তা প্রদান করেছিল এ সিদ্ধান্ত এরই সম্প্রসারণ।

 
                             
                                    -20250308061330.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন