ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য আন্তঃআঞ্চলিক গোষ্ঠীর জোট বিমসটেক-এর কেন্দ্রবিন্দুতে অবস্থিত। আর ভারতের সেই ‘সেভেন সিস্টার্স’ নিয়ে বিমসটেক সম্মেলনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিমসটেক সম্মেলনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিমসটেক অঞ্চলে বিশেষ করে ভূমিবেষ্টিত দেশ ও ভারতের সাত রাজ্যের (সেভেন সিস্টার্স) সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে ‘বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলন চলাকালে গতকাল বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এদিকে এ কথা জেরে থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য আন্তঃআঞ্চলিক গোষ্ঠীর জোট বিমসটেকের কেন্দ্রবিন্দুতে অবস্থিত।
সেই সঙ্গে এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলের এ সাত রাজ্য ‘বিমসটেকের জন্য একটি সংযোগ কেন্দ্রে’ পরিণত হয়েছে।
ভারতীয় ওই প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যকে ‘ল্যান্ডলকড’ বা ভূবেষ্টিত আখ্যা দিয়ে বলেছিলেন, ‘ভারতের এই রাজ্যগুলোর সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ।’
নরেন্দ্র মোদি এমন এক সময়ে এ মন্তব্য করেন, যার ঠিক এক দিন পর শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে তার ও ড. ইউনূসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েটংটার্ন সিনাওয়াত্রার আয়োজিত নৈশভোজে মোদি ও ইউনূস প্রথমবারের মতো মুখোমুখি হন।
নৈশভোজে নরেন্দ্র মোদি ড. ইউনূস ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মধ্যে বসেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে, ঢাকা অনুরোধ করায় বৈঠকটি ‘আলোচনার পর্যায়ে’ রয়েছে। ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, এ দুই নেতা শুক্রবার বিকালে শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরপরই বৈঠক করবেন। বৈঠকটি যদি হয়, তবে ২০২৪ সালের আগস্টে ঢাকায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ দুই নেতার মধ্যে এটি প্রথম সাক্ষাৎ হবে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিমসটেকের জন্য একটি সংযোগ কেন্দ্রে পরিণত হয়েছে এবং ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপক্ষীয় মহাসড়কের সমাপ্তি এ অঞ্চলকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সংযুক্ত করবে। তিনি বলেন, ‘এটি একটি সত্যিকারের গেম-চেঞ্জার হবে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় গত বুধবার স্পষ্ট করে জানায় যে, ভারতের উত্তর-পূর্বাঞ্চল সম্পর্কে তার মন্তব্য ‘সৎ উদ্দেশ্য’ নিয়ে করা হয়েছিল, তবে তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি যখন বেইজিংকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সুবিধা নেওয়ার আহ্বান জানিয়ে চীনে কথা বলছিলেন, তখন ভারত তা নিয়ে ভ্রু কুঁচকেছিল।
মোদি গত সপ্তাহে বাংলাদেশ জাতীয় দিবসে ইউনূসকে চিঠি লিখে অভিনন্দন জানান এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ সরকারের সূত্র অনুযায়ী, ভারত বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশে ক্রমবর্ধমান উগ্রবাদের মধ্যে সংখ্যালঘুদের হুমকির বিষয়ে উদ্বিগ্ন রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন