টেক্সাসে মুসলিমদেরকে হত্যার হুমকি নতুন কিছু নয়। তবে মুসলিম সম্প্রদায়ের আবাসন সংকট দূর করার জন্য উদ্যোগ নেয়া ইমরান চৌধুরী আছেন ফোন কলের হুমকিতে।
ইমরান চৌধুরী ক্যাপিটাল পার্টনার্সের প্রেসিডেন্ট। কোম্পানিটি এপিক প্রকল্প বাস্তবায়নের কাজ করে।
সম্প্রতি ইমরান চৌধুরী, যুক্তরাষ্ট্রের প্লানোতে মুসলিম সম্প্রদায়ের আবাসন সংকট দূর করার জন্য প্রাথমিক পরিকল্পনা হিসেবে এক হাজার নতুন বাড়ি, একটি কমিউনিটি সেন্টার, স্কুল, হাসপাতাল এবং একটি মসজিদ স্থাপনের উদ্যোগ নেয়। কিন্তু এ উদ্যোগই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে।
এক অজ্ঞাত ব্যক্তি, ইমরানকে ফোনকলে অশ্রাব্য কথা বলেন এবং সতর্ক করে বলেন, "আপনার কাছে একমাত্র উপায় হচ্ছে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়া।
ইমরান জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ টেক্সাসের খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাসহ অনেকেই ইমরানের পরিকল্পনাকে সাদরে গ্রহণ করতে পারছেন না। এবং তারা উদ্যোগটির বৈধতা নিয়ে তদন্তের দাবি তুলছেন।
ইমরান চৌধুরী বলেন, আমি ফেডারেল সব আইন মেনেই কাজ করছি।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ উদ্যোগকে ইসলামী আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। তিনি লিখেছেন, আমি খুব স্পষ্ট করে বলছি যে, এখানে শরিয়াহ আইন বা শরিয়াহ শহর চালু হতে দেওয়া হবে না।
যদিও যুক্তরাষ্ট্রের টেক্সাসে শরিয়াহ আইনবিরোধী বিল কার্যকর করা হয়েছে।
তাই এ সপ্তাহে ইমরান চৌধুরীর এ প্রকল্পটির সাংবিধানিক বৈধতা আছে কি না, তা নিয়ে তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর জন করনিন।
সূত্র: আরব নিউজ



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন