কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়ে উঠেছে।
ভারত প্রথমে পাকিস্তানের ভেতরে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ভারতের পক্ষ থেকে বলা হয়, এসব হামলার লক্ষ্য ছিল পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি- নূর খান, মুরিদ ও শোরকোট।
এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী 'অপারেশন বুনইয়ান উল মারসুস' নামে একটি সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাকিস্তান ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে পাঠানকোট ও উদমপুর বিমানঘাঁটি এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উল্লেখযোগ্য।
‘বুনইয়ান উল মারসুস’ শব্দগুচ্ছটি কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে। এর অর্থ ‘সীসা গলিয়ে তৈরি এক অটুট প্রাচীর’। পাকিস্তান বলছে, এই নাম তাদের ঐক্য, শক্তি ও প্রতিরোধের প্রতীক।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা শুধু সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেনি। তবে ভারতের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ উভয় দেশই পারমাণবিক শক্তিধর।
বিশ্বের বহু দেশ, বিশেষ করে জি৭ গোষ্ঠী, দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে।
আপনার মতামত লিখুন :