শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ০৯:২১ এএম

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ০৯:২১ এএম

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

ছবি : সংগৃহীত

বিশ্বের প্রবীণতম ব্যক্তি ইনাহ কানাবারো লুকাস মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১১৬ বছর।

গত বুধবার ব্রাজিলের এই ক্যাথলিক সন্ন্যাসী শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে ‘দ্য কংগ্রেগেশন অব টেরেসিয়ান সিস্টার্স অব ব্রাজিল’।

দীর্ঘায়ু বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ’ (GRG) এবং ‘লংজেভিকোয়েস্ট’ জানিয়েছেন, ইনাহ ১৯০৮ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন। তাঁর জীবদ্দশায় ঈশ্বরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আস্থার কথা বারবার প্রকাশ করেছেন তিনি। শৈশবে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া এক ঘটনার পর থেকেই তিনি নিজেকে ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত বলে মনে করতেন।

১৯৩৪ সালে, মাত্র ২৬ বছর বয়সে, ইনাহ সন্ন্যাসব্রত গ্রহণ করেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ধর্মীয় জীবন শুরু করেন তিনি। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১১০তম জন্মদিনে তিনি পোপ ফ্রান্সিসের আশীর্বাদও পেয়েছিলেন।

তাঁর মৃত্যুতে লংজেভিকোয়েস্ট এক শোকবার্তায় জানায়, ইনাহ ছোটবেলায় রোগা ও দুর্বল ছিলেন। অনেকেই ধারণা করতেন তিনি দীর্ঘদিন বাঁচবেন না। অথচ তিনিই হয়ে উঠেছিলেন বিশ্বের অন্যতম দীর্ঘজীবী নারী এবং দ্বিতীয় বয়স্কতম সন্ন্যাসী-ফ্রান্সের লুসিল র‍্যান্ডনের পর।

ইনাহর মৃত্যুর পর, এখন বিশ্বের জীবিত প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ডের সারের বাসিন্দা এথেল ক্যাটারহ্যাম। তাঁর বয়স বর্তমানে ১১৫ বছর।

উল্লেখ্য, ইনাহর দাবি অনুযায়ী তাঁর জন্ম ১৯০৮ সালের ২৭ মে হলেও, GRG পরিচালক রবার্ট ইয়াং জানিয়েছেন, নথি অনুযায়ী তাঁর প্রকৃত জন্মতারিখ ৮ জুন।

Link copied!