নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ড্রেন থেকে আমিনুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সকালে সদর উপজেলার পশ্চিম সেহাচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আমিনুল ব্যাটারিচালিত মিশুকের চালক ছিলেন। পরিবারসহ তিনি সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এনায়েতনগর এলাকার কাদির বেপারীর বাড়িতে বসবাস করতেন।
ঘটনার পর নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম নিজ মালিকানাধীন ব্যাটারিচালিত মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তিনি গ্যারেজ থেকে মিশুক নিয়ে বের হন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি।
অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা জানতে পারেন ফতুল্লার পশ্চিম শিয়াচর এলাকায় নূর মসজিদ সংলগ্ন সারোয়ার মিয়ার বাড়ির সামনে ড্রেন থেকে এক অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে আনোয়ার হোসেন লাশটি তার বাবার বলে শনাক্ত করেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরবর্তীকালে নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মিশুকটি ছিনিয়ে নিয়ে গেছে। নিহতের ছেলের করা অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :