কুষ্টিয়ার মিরপুরে আসামিকে থানায় নেওয়ার পথে দুই পুলিশ সদস্যকে হেলমেট দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার আমলা পুলিশ ক্যাম্পের এসআই মনিরুল ও কনস্টেবল রুস্তম আলী গ্রেপ্তার এক আসামিকে মোটরসাইকেলে থানায় নিয়ে আসছিল। পথে চলন্ত মোটরসাইকেলের ওপর থেকেই আসামি হেলমেট দিয়ে কনস্টেবল রুস্তমকে আঘাত করে গুরুতর আহত করে।
এ সময় চালক এসআই মনিরুলকে আঘাত করলে মাথার হেলমেট ফেটে যায়। পরে মিরপুর থানার দুই পুলিশ সদস্য গিয়ে আসামিকে থানায় নিয়ে আসে।
এ ছাড়া আহত কনস্টেবল রুস্তমকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
মিরপুর থানার ওসি মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্য এখন সুস্থ আছেন। তিনি আশংকামুক্ত।
আপনার মতামত লিখুন :