পবিত্র হজের কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে যাচ্ছেন। তবে বাংলাদেশের ১৪ হাজারের বেশি হজযাত্রীর এখনো ভিসা কার্যক্রম শেষ হয়নি।
এখন পর্যন্ত সৌদির উদ্দেশে ১৫ হাজার ১৫৪ জন ঢাকা ছেড়েছেন। এর মধ্যে খলিলুর রহমান নামের এক হজযাত্রী মারা গেছেন। তার বাড়ি রাজবাড়ীর পাংশায়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১০০ জন হজ করার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরব গমন করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৬ হাজার ২০২ জন, সৌদি এয়ারলাইনসে ৪ হাজার ৮৫৮ জন এবং ফ্লাই নাস এয়ারলাইনসে গেছেন ৪ হাজার ৯৪ জন। তিনটি বিমান সংস্থার ৩৭টি ফ্লাইট এসব যাত্রী নিয়ে সৌদি আরব গমন করেন। ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট।
৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :