মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৬:২৩ পিএম

নভেম্বরে কোন গ্রেডে কত বাড়বে শিক্ষক-কর্মচারীদের বেতন?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৬:২৩ পিএম

অর্থ মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শুধু তাই নয়, ২০২৬ সালের জুলাই থেকে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার বিষয়েও সম্মত হয়েছে মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক নেতারা। দাবি পূরণ হওয়ায় আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণাও দিয়েছেন তারা।

এদিকে বাড়িভাড়া সাড়ে ৭ শতাংশ বাড়লে কোন গ্রেডে কত হবে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া?

পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, সরকারের করা নতুন হারে বাড়িভাড়া বাড়লে অধ্যক্ষের (গ্রেড ৪) ৫০ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়িভাড়া (৭.৫%) হবে ৩ হাজার ৭৫০ টাকা। উপাধ্যক্ষের (গ্রেড ৫) ৪৩ হাজার টাকার বিপরীতে বাড়িভাড়া (৭.৫%) হবে ৩ হাজার ২২৫ টাকা। এ ছাড়াও সহকারী অধ্যাপকের (গ্রেড ৬) ৩৫ হাজার ৫০০ টাকার বিপরীতে বাড়িভাড়া (৭.৫%) হবে ২ হাজার ৬৬২.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা নির্ধারিত)।

এর বাইরে সহকারী অধ্যাপকের (গ্রেড ৮) ২৩ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়িভাড়া (৭.৫%) হবে ১ হাজার ৭২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। প্রভাষকের (গ্রেড ৯) ২২ হাজার টাকার বিপরীতে বাড়িভাড়া (৭.৫%) হবে ১ হাজার ৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং প্রধান শিক্ষকের (গ্রেড ৭) ২৯ হাজার টাকার বিপরীতে এই পরিমাণ ২ হাজার ১৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) হবে।

সহকারী প্রধান শিক্ষকের (গ্রেড ৮) ২৩ হাজার বেতনের বিপরীতে বাড়িভাড়া (৭.৫%) ১ হাজার ৭২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। সিনিয়র শিক্ষকের (গ্রেড ৯) বেতন ২২ হাজার টাকার বিপরীতে ১ হাজার ৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০)।

এর বাইরে সহকারী শিক্ষকের (গ্রেড ১০) ১৬ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়িভাড়া (৭.৫%) হবে ১ হাজার ২০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। সহকারী শিক্ষকের (গ্রেড ১১) ১২ হাজার ৫০০ টাকা বেতনের বিপরীতে হবে ৯৩৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)।

এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড ১৬) যাদের বেতন ৯ হাজার ৩০০ টাকা তাদের বাড়িভাড়া হবে ৬৯৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ল্যাব অ্যাসিস্ট্যান্টের (গ্রেড: ১৬) বেতন ৯ হাজার ৩০০ টাকার বিপরীতে বাড়িভাড়া ৬৯৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)।

এ ছাড়াও ঝাড়ুদার (গ্রেড: ২০) বেতন যাদের ৮ হাজার ২৫০ টাকা, তাদের ক্ষেত্রে বাড়িভাড়া (৭.৫%) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। অফিস সহায়কের (গ্রেড ২০) বেতন যেখানে ৮ হাজার ২৫০ টাকা তাদের বাড়িভাড়া (৭.৫%) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। পিয়নের (গ্রেড ২০) বেতন যেখানে ৮ হাজার ২৫০ টাকা তাদের বাড়িভাড়া হবে (৭.৫%) ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০) এবং আয়ার (গ্রেড ২০) ৮ হাজার ২৫০ টাকা বেতনের ক্ষেত্রে বাড়িভাড়া (৭.৫%) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

Link copied!