ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকার লড়াইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুখোমুখি হয়েছে গুজরাট গুজরাট টাইটান্স।
শুক্রবার (২ মে) ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হায়দ্রাবাদ।
আইপিএলের চলতি আসরে খুব একটা স্বস্তিতে নেই হায়দ্রাবাদ। ৯ ম্যাচের মধ্যে ৬টিতেই হারতে হয়েছে গত আসরের রানার্স আপদের। পয়েন্ট টেবিলের তলানিতে (৯ম) অবস্থান করছে দলটি।
অন্যদিকে শুরুটা ভালো হলেও ধারাবাহিকতা নেই গুজরাটের। টুর্নামেন্টে ৯ ম্যাচে ৬ জয়ের বিপক্ষে ৩ হার দেখতে হয়েছে শুভমন গিলের দলকে।
গুজরাট একাদশ:
সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওতিয়া, রশিদ খান, মোহাম্মদ সিরাজ, গ্রিলাড কোটজে, সাই কিশোর, প্রসিধ কৃষ্ণা ।
হায়দ্রাবাদ একাদশ:
অভিষেক শর্মা, ইশান কিষাণ, নিতীশ কুমার রেড্ডি, হেনরি ক্লাসেন, অনিকেত ভর্মা, কাইমুন্দু মেন্ডিজ, প্যাট কামিন্স, হারশাল প্যাটেল, জয়দেব উনাদকাত, মোহাম্মদ শামি, জিশান আনসারি।
আপনার মতামত লিখুন :