চার বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা শিয়ারটেককে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের কোকো গফ।
বৃহস্পতিবার (১ মে) ক্লে কোর্টে নারী এককের খেলায় মাত্র ৬-১ ও ৬-১ গেমে জয় তুলে নেন ২১ বছর বয়সী এই টেনিস তারকা।
ক্লে কোর্টে ইগা শিয়াটেকের বিপক্ষে অতীতে তেমন উজ্জল ছিলেন না কোকো গফ। পরিসংখ্যান অনুযায়ী, আগের পাঁচ দেখাতে প্রতিবারই পরাজিত হতে হয়েছিল তাকে।
তবে এবার মাদ্রিদ ওপেনে সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই উদীয়মান তারকা। অসাধারণ পারফরম্যান্সে শিয়াটেককে হারিয়ে দিয়েছেন গফ। ম্যাচজুড়ে তার আগ্রাসী খেলার সামনে একপ্রকার অসহায়ই ছিলেন শিয়াটেক।
মাদ্রিদ ওপেনের শিরোপার লড়াইয়ে শনিবার (৩ মে) বর্তমান বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন কোকো গফ।
আপনার মতামত লিখুন :