আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা আছে ভারতের। তবে নির্ধারিত সময়ে ভারতের বাংলাদেশ সফর করার সম্ভাবনা নেই।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য।
সংবাদমাধ্যমটি ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআিই) বরাত দিয়ে জানিয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বাংলাদেশের সাথে এ দ্বিপাক্ষিক সিরিজটি স্থগিত হতে পারে। এর জন্য অবশ্য বাংলাদেশে ভারত বিরোধী বেশ কয়েকটি কর্মকাণ্ডকেও দায়ী করছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান সম্প্রতি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত-পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের অবস্থান নিয়ে মন্তব্য করেন। যার ফলেই মূলত বাংলাদেশে কোহলি-রোহিতদের সফর স্থগিতের পথে হাটতে পারে বিসিসি আই।
যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার স্পষ্ট করতে চায় যে মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান সম্প্রতি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। এ মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয়, এবং সে জন্য সরকার এ মন্তব্য কোনোভাবে অনুমোদন করে না কিংবা সমর্থন করে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করছে, মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যকে যেন বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত না করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার ঐ প্রতিবেদনে, বাংলাদেশ সফর ছাড়াও আসন্ন এশিয়া কাপ নিয়ে শঙ্কার কথাও জানানো হয়।
উল্লেখ্য, চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট। তবে পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনার কারণে এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে কোন ধরনের দ্বিপাক্ষিক সিরিজ কিংবা আইসিসি টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত।
তাছাড়া পাকিস্তানও নিরাপত্তা শঙ্কায় ভারতে তাদের দল পাঠাবে কিনা সেটিও দেখার বিষয়। এমন পরিস্থিতিতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে কোনো তৃতীয় দেশ বেছে নিতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে শেষ পর্যন্ত ভারত এতে রাজি হয় কিনা তা নিয়েও যথেষ্ট সন্দিহান সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :