বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও জয়ের পথে ফিরেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। শুক্রবার (২ মে) কুমিল্লায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে আলফাজুল হকের দল।
এর আগে গত সপ্তাহে একই ভেন্যুতে শক্তিশালী আবাহনীর বিপক্ষে ১০ জনের দল নিয়েও ড্র করেছিল মোহামেডান। এবার পুলিশকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানটা আরও মজবুত করল সাদা-কালোরা।
এ জয়ে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মোহামেডান। অন্যদিকে পুলিশ ফুটবল ক্লাব ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।
এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেই জমে উঠে খেলা। ম্যাচের ৫২ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন।
কিন্তু কিছুক্ষণ পরেই নিজেদের ডি-বক্সে ফাউল করে পুলিশকে পেনাল্টির সুযোগ দেয় মোহামেডান। যা থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।
এরপর কিছু সময় বিশৃঙ্খল ফুটবল খেললেও ৮৬ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মোহামেডানের মোজাফ্ফর।
ম্যাচের একদম শেষ দিকে, পুলিশের সমতায় ফেরার চেষ্টা ব্যর্থ হয়। উল্টো দ্রুত পাল্টা আক্রমণে এমানুয়েল সানডে তার দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন।
দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিজ এফসিকে। ১৩ ম্যাচে ৭ পয়েন্ট পেলেও ওয়ান্ডারার্স এখনও রেলিগেশন শঙ্কায় আছে। ফর্টিজ এখন ১৮ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে।
আপনার মতামত লিখুন :