শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে তেমন একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটে পরাজয়ের পর সিরিজ বাঁচাতে আজকের (রোববার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় ছাড়া ভিন্ন কোনো রাস্তা খোলা নেই টাইগারদের।
ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচ হারের পর দল গঠনে পরিবর্তন আনার আভাস দিয়েছেন বাংলাদেশ কোচিং স্টাফ। অধিনায়ক লিটন দাসের ফর্ম নিয়ে জোর সমালোচনা থাকলেও কোচ ফিল সিমন্স এখনো তার ওপর আস্থা রাখছেন। যদিও ওয়ানডে সিরিজে ব্যর্থতার কারণে একাদশ থেকে বাদ পড়েছিলেন লিটন, তবে টি-টোয়েন্টিতে তার ওপরই ভরসা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এর মধ্যেই আলোচনায় এসেছে ব্যাটিং লাইনআপে নতুন চমক। প্রথম ম্যাচে না খেলা জাকের আলী অনিক ফিরতে পারেন আজকের একাদশে, যা মিডল অর্ডারে স্থিতি দিতে পারে।
বোলিং আক্রমণেও পরিবর্তনের ইঙ্গিত। তাসকিন আহমেদের জায়গায় মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে। অভিজ্ঞ মোস্তাফিজের কাটার ও স্লোয়ার শ্রীলঙ্কার ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে।
পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায়, শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। তবে সামগ্রিকভাবে ১৮ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ৬ বার, বাকি ১২ বার জিতেছে শ্রীলঙ্কা। এসব পরিসংখ্যান বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হলেও বর্তমান বাস্তবতা ভিন্ন চিত্রই দেখাচ্ছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
আপনার মতামত লিখুন :