উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার প্রতি তাদের ‘নিঃশর্ত সমর্থন ও উৎসাহ’ অব্যাহত রাখবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।
সংস্থাটি জানায়, ইউক্রেন সংকটের পেছনের মূল কারণগুলো মোকাবিলায় রাশিয়ার নেওয়া সকল পদক্ষেপকে সমর্থন করবে পিয়ংইয়ং।
এই ঘোষণা আসে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের পর, যা অনুষ্ঠিত হয় উত্তর কোরিয়ার উপকূলীয় শহর ওনসানে সম্প্রতি একটি নতুন সৈকত রিসোর্ট চালু করেছে দেশটি। বৈঠকের আগে কিম জং উন ও ল্যাভরভের মধ্যে উষ্ণ সাক্ষাতের ছবি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া, যেখানে তাদের আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়।
উক্ত বৈঠককে উত্তর কোরিয়া ‘কৌশলগত সংলাপ’ হিসেবে বর্ণনা করেছে। বৈঠকের পর চোয়ে ও ল্যাভরভ ২০২৬-২৭ সালের জন্য একটি দ্বিপাক্ষিক ‘বিনিময় পরিকল্পনা’তে সই করেন, যদিও রাষ্ট্রীয় মিডিয়া এই পরিকল্পনার সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করেনি।
কেসিএনএ জানায়, বৈঠকে তারা আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন।
রোববার রাশিয়ার রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম ল্যাভরভের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘আমাদের কোরিয়ান বন্ধুরা আবারও ইউক্রেনবিরোধী যুদ্ধে রাশিয়ার সব উদ্দেশ্যকে সমর্থন করার বিষয়টি নিশ্চিত করেছে।’
রাশিয়া ও উত্তর কোরিয়া ২০২৩ সালে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া গত বছর অন্তত ১০ হাজার সৈন্য রাশিয়ায় পাঠায় ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য। পাশাপাশি উত্তর কোরিয়া রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন অস্ত্র পাঠিয়েছে বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে জানানো হয়েছে, শনিবার ল্যাভরভ বলেন, রাশিয়া আবারও ‘কোরিয়ান পিপলস আর্মির সদস্যদের অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে’, যারা কুরস্ক অঞ্চলে রাশিয়ান সেনাদের সঙ্গে যুদ্ধ করেছে—যেখানে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ায় আক্রমণ পরিচালনা করেছিল।
এদিকে, সপ্তাহের শুরুতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করেন সের্গেই ল্যাভরভ। ওই বৈঠকের পর রুবিও জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হতাশা এবং ক্ষোভ’ রুশ পক্ষের সঙ্গে ভাগাভাগি করেছেন।
আপনার মতামত লিখুন :