শনিবার, ০৩ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ০৫:২৫ পিএম

এক শতাব্দী পর প্রিমিয়ার দাবায় তিতাসের রাজত্ব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ০৫:২৫ পিএম

এক শতাব্দী পর প্রিমিয়ার দাবায় তিতাসের রাজত্ব

চেস ক্লাবকে হারিয়ে দাবার শিরোপা তিতাসের। ছবি : সংগৃহীত

দেশের দাবায় প্রায় দুই যুগ পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের চ্যাম্পিয়নের মুকুট নিজেদের করে নিয়েছে তিতাস ক্লাব। 

দলটি লিগের শেষ পর্বে উত্তরা চেস ক্লাবকে পরাজিত করে ১৬ পয়েন্ট অর্জন করে এবং শিরোপা নিশ্চিত করে।

এদিকে, দলের খেলোয়াড় তালিকায় প্রাক্তন জাতীয় দাবাড়ু ফিদে মাস্টার সাইফ উদ্দিন লাভলু থাকলেও তিনি মূলত ম্যানেজারের ভূমিকাই পালন করেছেন। 

গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, ফিদে মাস্টার তাহসান তাজওয়ার জিয়া, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ এবং ভারতীয় আন্তর্জাতিক মাস্টার পানিসার বেদান্ত এই নয় রাউন্ডে নিয়মিতভাবে খেলেছেন।

দুই যুগ পর চ্যাম্পিয়নের মুকুট নিজেদের করে ডিজিএম লাভলু বলেন, আমরা প্রতিবারই প্রিমিয়ার লিগে একটি সম্মানজনক অবস্থানে থাকি। বেশ কয়েকবার আমরা রানার্স-আপ ও তৃতীয় স্থান অর্জন করেছি।

তিনি আরও বলেন, এবার আমাদের ম্যানেজমেন্ট আগের বারের তুলনায় বাজেট বৃদ্ধি করে ১৫ লাখ টাকা করেছে। জাতীয় স্তরের সেরা দশজন দাবাড়ুর মধ্যে চারজনকে আমরা দলে নিয়েছি এবং একজন দক্ষ বিদেশি খেলোয়াড় এনেছি।

অপরদিকে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ বলেন, নব্বইয়ের দশকের শেষ দিকে একবার তিতাসের হয়ে খেলেছিলাম। দীর্ঘ বিরতির পর আবার খেললাম। তিতাস চ্যাম্পিয়ন হলো।

তিনি আরও বলেন, তিতাস দীর্ঘদিন ধরেই দাবার সঙ্গে যুক্ত। দীর্ঘ সময় পর এমন একটি বড় সাফল্য পাওয়ায় অবশ্যই আনন্দিত। এবারের লিগে জৌলুস কিছুটা কম থাকলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ।

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াপুত্র তাহসিন তাজওয়ার জিয়াও তিতাসের প্রতিনিধিত্ব করেছেন। তিনি বলেন, এটি আমার দ্বিতীয় লিগ শিরোপা। দল চ্যাম্পিয়ন হওয়ায় ভালো লাগছে, তবে ব্যক্তিগতভাবে আমি খুব ভালো খেলতে পারিনি।

তিনি আরও বলেন, বাবা গত লিগে খেলেছিলেন, এবার তিনি নেই, এই ভাবনা আমার মন খারাপ করে দিচ্ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!