অবরুদ্ধ গাজায় হামাসের পাঁচ বছর যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে যুদ্ধবিরতি-সংশ্লিষ্ট বিষয়গুলো লঙ্ঘন করার উপর জোর দিয়েছেন তিনি।
শনিবার (৩ মে) হামাসের জ্যেষ্ঠ নেতা আবদেল রহমান শাদিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘একটি যুগপৎ চুক্তির উপর ভিত্তি করে দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। যার মধ্যে থাকবে আগ্রাসনের স্থায়ী অবসান, গাজা থেকে (ইসরায়েলি) দখলদার বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, অবরোধ তুলে নেওয়া, সাহায্য ও ত্রাণ প্রবেশ এবং পুনর্গঠন করা।’
হামাসের এই নেতা বলেন, প্রস্তাবে আমাদের সম্মত সংখ্যক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে গাজায় সমস্ত ইসরায়েলি বন্দিদের মুক্তি, পাঁচ বছরের দীর্ঘমেয়াদী স্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় প্রশাসনের জন্য একটি স্বাধীন কমিটি গঠন অন্তর্ভুক্ত ছিল।’
‘তবে নেতানিয়াহুর চরমপন্থী সরকার হামাসের দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করেছে। এসব বিষয় লঙ্ঘন করার উপর জোর দিয়েছে। এমনকি গাজায় ইসরায়েলি বন্দিদের বিনিমেয়েও যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছে।’
ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি মধ্যস্থতাকারীদের আশ্বস্ত করেছেন যে, যুদ্ধবিরতি প্রসঙ্গে তারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এবং এমন কোনও প্রস্তাবের সাথে যা চূড়ান্তভাবে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তাও দেবেন।
আবদেল রহমান শাদিদ বলেন, গাজায় ‘গণহত্যা ও খাদ্যযুদ্ধের অপরাধে’ তেল আবিবকে সমর্থনকারী মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোকে দায়ী করেছেন।
ইসরায়েলি হিসাব অনুযায়ী, গাজায় ৫৯ জন বন্দি রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত আছেন বলে ধারণা। বিপরীতে, ফিলিস্তিনি ও ইসরায়েলি অধিকার সংস্থাগুলোর মতে, সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলে কঠোর পরিস্থিতিতে বন্দি রয়েছেন। তাদের মধ্যে নির্যাতন, অনাহার ও চিকিৎসা সেবার চরম সংকটের খবরও রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ৫২ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের সিংহভাগই নারী ও শিশু।
গত বছর নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।
আপনার মতামত লিখুন :