রবিবার, ০৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ১০:৪৩ পিএম

মরণঘাতক পেশায় থাকতে চান না বিড়ি শ্রমিকরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ১০:৪৩ পিএম

মরণঘাতক পেশায় থাকতে চান না বিড়ি শ্রমিকরা

মানববন্ধনে বিড়ি শ্রমিকরা। ছবি : সংগৃহীত

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সকল স্তরের তামাকপণ্যের মূল্য বৃদ্ধির ও কর সংস্কারের দাবি জানিয়ে টাঙ্গাইলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র-ডরপ এ মানববন্ধনের আয়োজন করে।

এতে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তামাকবিরোধী কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিক নেতৃবৃন্দ। মানববন্ধন পরিচালনা করেন ডরপ-এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলাম।

বক্তারা বলেন, বর্তমানে বাজারে বিক্রিত সিগারেটের প্রায় ৯০ শতাংশ নিম্ন ও মধ্যম স্তরের, যা সহজলভ্য হওয়ায় যুব সমাজকে সহজেই আসক্ত করছে। বক্তারা আসন্ন বাজেটে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট স্তর একীভূত করে খুচরা মূল্য ৯০ টাকা এবং প্রিমিয়াম স্তরের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণের দাবি জানান।

তারা আরও বলেন, এই কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা গেলে প্রায় ১৭ লাখ তরুণ ধূমপানে নিরুৎসাহিত হবে। এবং দীর্ঘমেয়াদে প্রায় ৮ লাখ ৭০ হাজার তরুণ জনগোষ্ঠীর অকালমৃত্যু রোধ করা সম্ভব হবে।

মানববন্ধনে শ্রমিকরা বলেন, আমরা এই মরণঘাতক পেশায় থাকতে চাই না। আমরা সরকারের কাছে বিকল্প কর্মসংস্থানের দাবি জানাচ্ছি।

এতে আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক বোরহান তালুকদার ও সুশীল সমাজের প্রতিনিধি নুর আলম পলাশ।

Link copied!