যশোরের বেনাপোলে সরকারি রেলওয়ের সম্পত্তি অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। রেলের প্রকৌশলী বিভাগ এটা দেখার দায়িত্বে থাকলেও তারা ঘটনাস্থলে আসেননি। তাদের ম্যানেজ করে এই ভবন নির্মাণ করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
শনিবার (৩ মে) পৌরসভার দিঘিরপাড় রেললাইনের পাশে সরকারী রেলওয়ে জমি দখল করে ভবন নির্মাণ কাজ শুরু করেছেন ইস্রাফিল নামের এক ব্যক্তি। এর আগে সে রেল লাইন ঘেষে পিলার নির্মাণ করেছেন।
এদিন শ্রমিকদের দিয়ে কাজ করার সময় জিআরপি পুলিশ কোন বৈধ কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ করে দেয়।
বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের হাইওয়ে সড়কের রেল লাইনের পাশে এ ভবন নির্মাণের খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। পুলিশ চলে আসার পর আবারও কাজ শুরু করেছেন নির্মাণ শ্রমিকেরা। তবে ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, পুলিশ চলে যাওয়ার পর আবারও সেখানে কাজ শুরু হয়। ওই জায়গায় ইস্রাফিল ও তার পার্টনার ওসমান নামের দুইজন যৌথভাবে এ ভবন নির্মাণ কাজে লিপ্ত রয়েছেন। এরা অবৈধভাবে উপার্জনের টাকায় বেনাপোলসহ আশে পাশে একাধিক জায়গায় জমি ক্রয় করে ভবন নির্মাণ এর কাজ করে চলেছে।
এ বিষয়ে বেনাপোল জিআরপি পুলিশের এস আই শুধাংশ বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৈধ কোন কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। তাদের বলে এসেছি রেলওয়ে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ এর সাথে আলাপ করে বৈধ কাগজ পত্র ছাড়া কোন কাজ করতে পারবেন না।
এ বিষয়ে রেলওয়ের প্রকৌশলী বিভাগের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা বিষয়টি এড়িয়ে যান।
বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, রেলওয়ের জমি দেখাশুনার দায়িত্বে রয়েছে প্রকৌশলী বিভাগ। এ বিষয়টি তাদের অবগতি করা হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন