চট্টগ্রাম থেকে ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৭। নগরীর পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
শনিবার (৩ মে) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এআরএম মোজাফফর হোসেন বলেন, পতেঙ্গা ঘাট দিয়ে বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করছে; এমন খবর পেয়ে আমরা অভিযান করি। অভিযানে নারী-শিশু ও পুরুষসহ ৩৫ জনকে আটক করা হয়।
তিনি জানান, আটককৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে রোহিঙ্গাগুলো কোথা থেকে এসেছে তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। ওরা কি ভাসানচর থেকে এসেছে নাকি মিয়ানমার থেকে এসে শহরে প্রবেশ করতে চেয়েছিল, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে আটককৃত রোহিঙ্গাদের মধ্যে থেকে কয়েকজন জানান, আমরা ২ হাজার টাকার বিনিময়ে একেকজন মিয়ানমার থেকে দালালের মাধ্যমে শহরে প্রবেশ করেছি।
এ বিষয়ে জানতে চাইলে পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, র্যাব-৭ আমাদের কাছে ৩৫ জন রোহিঙ্গাকে হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন