বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:১৭ পিএম

পাকিস্তান হামলায় নেতৃত্ব দেওয়া কারা এই দুই নারী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:১৭ পিএম

পাকিস্তান হামলায় নেতৃত্ব দেওয়া কারা এই দুই নারী

কর্নেল সোফিয়া কুরেশি (বামে) ও উইং কমান্ডার ব্যোমিকা সিংহ (ডানে)। ছবি- সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলির অভিযোগে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

বুধবার (৭ মে) সকালে সাংবাদিকদের এ সংক্রান্ত ব্যাখ্যা দেন ভারতের সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় দুই নারী সেনা কর্মকর্তা। 

তারা হলেন- সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি ও বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। ‘অপারেশন সিঁদুর’-এ নেতৃত্ব দিয়েছেন তারাই। দুজনেরই নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বিক্রম মিশ্রি। এবং পেহেলগামের ঘটনায় স্বামী হারানো নারীদের প্রতি সম্মান হিসেবে এই অভিযানের নাম দেওয়া হয় ‘সিঁদুর’।

ইসলাম ধর্মের অনুসারি সোফিয়া কুরেশি সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে তাদের জড়িত থাকার ভিত্তিতে সন্ত্রাসী লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়েছিল। ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন পাকিস্তানে কোনও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি।

উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, ভারত তার প্রতিক্রিয়ায় যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। তবে, পরিস্থিতি আরও খারাপ করার জন্য যদি কোনো পাকিস্তানি দুঃসাহসিক কাজ করে, তাহলে তার জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত।’

কে এই ব্যোমিকা সিং

ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং একজন বিশিষ্ট পাইলট। স্কুলজীবন থেকেই ন্যাশনাল ক্যাডেট কর্পসে (এনসিসি) অংশ নেন তিনি। ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে অনার্স শেষ করে ২০০৪ সালে যোগদান করেন সশস্ত্র বাহিনীতে।

২০১৯ সালের ১৮ ডিসেম্বর ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ী কমিশন লাভ করেন উইং কমান্ডার সিং। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ২,৫০০ ঘণ্টারও বেশি সময় ধরে বিমান ওড়ার অভিজ্ঞতা রয়েছে ব্যোমিকার। জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে ‘চেতক’ বা ‘চিতা’র মতো হেলিকপ্টার উড়িয়েছেন তিনি।

অনেক উদ্ধার অভিযানের অংশও নিয়েছিলেন ব্যোমিকা সিং।

সোফিয়া কুরেশি

৩৫ বছর বয়সী সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের কর্নেল পদমর্যাদার কর্মকর্তা।  ২০১৬ সালে পুনেতে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়ায় প্রথম নারী কর্মকর্তা হিসেবে ভারতীয় সেনাবাহিনীর একটি দলকে নেতৃত্ব দেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে প্রথম নারী কর্মকর্তা হিসেবে ইতিহাস গড়েন। এবং ভারতের একমাত্র নারী কন্টিনজেন্ট কমান্ডার ছিলেন ইসলাম ধর্মের অনুসারী সোফিয়া।

এছাড়া ২০০৬ সালে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়েছেন তিনি। তার পারিবারের একাধিক সদস্যও এই মর্যাদা লাভ করেছে। ১৯৯০ সালে কমিশন লাভ করেন কর্নেল সোফিয়া কুরেশি। তিনি বছরের পর বছর ধরে মাঠের অভিজ্ঞতা ও নেতৃত্ব নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন।

গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নেয় ভারত। তার জবাবে গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয়।

ভারতীয় সেনাদেরর দাবি, পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে। যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা সংক্ষিপ্ত বিবৃতিতে কোনও শহরের নাম উল্লেখ করা হয়নি।

Link copied!