রবিবার, ০৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:০৮ এএম

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের আর্থিক অনুদান পাওয়ার শেষ সুযোগ আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:০৮ এএম

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের আর্থিক অনুদান পাওয়ার শেষ সুযোগ আজ

প্রতীকী ছবি

বিশেষ আর্থিক অনুদান পাচ্ছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা। এর জন্য আবেদন করার শেষ দিন রোববার (৪ মে)। এই অনুদানে দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা, চিকিৎসা খরচ, প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার মতো গুরুত্বপূর্ণ খাতে আর্থিক সহায়তা দেবে সরকার।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, সরকারের এই বিশেষ উদ্যোগে প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও মেধাবী এবং অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুদান প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আগ্রহীরা এই বিশেষ মঞ্জুরির জন্য আবেদন করতে পারেন।

এই অনুদান পেতে কোনো প্রকার হার্ডকপিতে আবেদনপত্র গ্রহণ করবে না কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আবেদন করার জন্য আগ্রহী প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ আজ হওয়ায়, আগ্রহী সবাইকে আজই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

জানা গেছে, আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র, যেমন- প্রত্যয়নপত্র এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি অনলাইনে দাখিল করতে হবে। নীতিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের ব্যাংক হিসাবে এবং শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদানের অর্থ দেওয়া হবে। এ জন্য আবেদনকারীদের সঠিক মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় পরিচয়পত্র দিতে হবে।

তবে যারা এর আগে ২০২৩-২৪ অর্থবছরে এই অনুদান পেয়েছেন, তারা চলতি ২০২৪-২৫ অর্থবছরে পুনরায় আবেদনের জন্য বিবেচিত হবেন না বলেও জানানো হয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!