সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৫:৫৭ পিএম

ভাতসহ রাইসকুকার ফেরত

নেপালে লুট হওয়া সামগ্রী ফিরিয়ে দিচ্ছে স্থানীয়রা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৫:৫৭ পিএম

বিভিন্ন দোকানের সামনে এভাবে লুট করা জিনিসপত্র ফিরিয়ে দেওয়া হচ্ছে। ছবি- সংগৃহীত

বিভিন্ন দোকানের সামনে এভাবে লুট করা জিনিসপত্র ফিরিয়ে দেওয়া হচ্ছে। ছবি- সংগৃহীত

নেপালে জেন–জি আন্দোলনের সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে লুটপাট ও চুরি হওয়া জিনিস ফেরত দিতে শুরু করেছেন দেশটির বাসিন্দারা। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর, দেশটির বড় বড় সুপারশপ থেকে শুরু করে ছোট ছোট দোকান পর্যন্ত ভাঙচুর, চুরি ও লুটপাটের শিকার হয়। তবে আন্দোলনের কয়েক দিন পর এখন অনেক স্থানীয় মানুষ চুরি বা লুট হওয়া জিনিস ফিরিয়ে দিতে শুরু করেছেন বলে জানিয়েছে নেপালি ভাষার সংবাদমাধ্যম ‘সেতুপাতি’। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদমাধ্যমটি।

এরমধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হলো, ভাতসহ রাইসকুকার ফেরত দিয়েছেন একজন। লুট হওয়া সিজি শোরুমের খুচরা ব্যবস্থাপক বসন্ত পাল বলেন, ‘আমরা স্থানীয়দের সহযোগিতায় মাইকিং করে অনুরোধ করেছিলাম। এক ব্যক্তি আমাদের রাইসকুকারে ভাত রান্না করছিলেন। পরে তিনি সেটি ভাতসহ ফেরত দেন।’

এমনই আরেকটি ঘটনা ঘটেছে ভাটভাটেনি সুপারশপে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক দোকানে মদের বোতল নিয়ে আসেন। কর্মীরা ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ধন্যবাদ, বোতল খোলা হয়নি।’ তখন যুবকটি হেসে উত্তর দেন, ‘সেদিন নেওয়া বোতল তো শেষ হয়ে গেছে। এটা নতুন কিনে নিয়ে এলাম।’

ভাটভাটেনির একজন প্রতিনিধি জানান, ‘কেউ কেউ বুঝতে পেরেছেন সবাই জানে তারা জিনিস নিয়েছে। তাই ফেরত দিচ্ছেন। কেউ খাওয়া শেষ করা ব্ল্যাক লেবেল মদও নতুন কিনে ফেরত দিয়েছে।’

স্থানীয় সমাজও লুট হওয়া সামগ্রী উদ্ধার করে ব্যবসায়ীদের ফিরিয়ে দিচ্ছে। কাঠমান্ডুর হাডিগাঁও এলাকায় সম্প্রতি স্থানীয়রা সিজি কোম্পানির কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জিনিস উদ্ধার করেছেন। ত্রিরত্ন ডংগোল নামে এক বাসিন্দা বলেন, ‘আমরা হাডিগাঁওবাসীর মান রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করেছি। এতে প্রায় ২০ শতাংশ জিনিসপত্র ইতোমধ্যে ফিরিয়ে আনা হয়েছে।’

ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ্যান, প্রেসার কুকার, রাইসকুকারসহ বহু সামগ্রী ইতোমধ্যে ফেরত এসেছে। এমনকি কিছু লোহালক্কড় বিক্রেতাও নিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সামগ্রী ফিরিয়ে দিই’ প্রচারণার ভিডিও ছড়িয়ে পড়ছে। এতে অনুপ্রাণিত হয়ে অন্য এলাকাতেও একই উদ্যোগ শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির তুলনায় ফেরত পাওয়া জিনিস অতি সামান্য হলেও, ব্যবসায়ীরা এ নিয়ে আশাবাদী।

এই প্রচারণাকে অনেক বিদেশি প্রশংসা করেছেন। তারা বলেছেন, নেপালি জনগণ সৎভাবে লুট করা জিনিস ফেরত দিয়ে বিরল উদাহরণ তৈরি করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!