ভারত-পাকিস্তান চলমান যুদ্ধে, পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভূপাতিত হয়েছে ভারতের একটি রাফাল যুদ্ধবিমান।
সংবাদমাধ্যম রয়টার্স জানায়, বুধবার (৭ মে) দুপুরে ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে পাকিস্তান।
ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কে জানান, পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
ফরাসি ওই গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, পাকিস্তানের তিনটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি সত্য কিনা তা যাচাই করছে ফরাসি কর্তৃপক্ষ। কারণ দাবিটি সত্য হলে যুদ্ধের ময়দানে ইতিহাস গড়ল পাকিস্তান।
উল্লেখ্য, পাকিস্তানের দাবি তারা ভারতীয় একটি ড্রোন ছাড়াও মোট পাঁচটি বিমান ভূপাতিত করেছে। যার মধ্যে তিনটি রাফাল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ-৩০ যুদ্ধবিমান, এবং একটি ড্রোন রয়েছে।
আপনার মতামত লিখুন :