পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা ‘যে কোনো মূল্যে’ রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওয়ের সঙ্গে ফোনালাপে এ কথা জানান তিনি।
বৃহস্পতিবার (০৮ মে) পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আল জাজিরা
মার্কো রুবিও এই আলোচনায় ভারত এবং পাকিস্তানকে উত্তেজনা কমানোর জন্য একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাটসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।
আপনার মতামত লিখুন :