ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

রাফালের নির্মাতা সংস্থার শেয়ারে ধস

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৩:৪৩ পিএম
রাফাল এর একটি যুদ্ধবিমান। ছবি- টিআরটি ওয়ার্ল্ড

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। এর মধ্যে  ফ্রান্সের তৈরি বিশ্ববিখ্যাত তিনটি রাফাল যুদ্ধবিমান রয়েছে। 

এ সংবাদ গণমাধ্যমে প্রচার হওয়ার সাথে সাথে রাফাল যুদ্ধবিমানের নির্মাতা সংস্থা দাসোর শেয়ারের দরপতন হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৩ শতাংশেরও বেশি কমে গেছে।

সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, আকাশযুদ্ধে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে পাকিস্তানের দাবির পর এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে ফরাসি এ জায়ান্ট কোম্পানির শেয়ারদর ৩৭৩.৮ মার্কিন ডলার থেকে ৩৬২.০৫ মার্কিন ডলারে নেমে আসে।

মঙ্গলবার (৬ মে) রাতে রাফাল বিমানগুলো ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত।