পাকিস্তানের শিয়ালকোট সীমান্তের একটি লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (৯ মে) রাতে এই হামলা চালানো হয় বলে শনিবার (১০ মে) এক বিবৃতিতে জানিয়েছে বিএসএফ।
বিএসএফ জানায়, পাকিস্তানের রেঞ্জার্স বাহিনী বিনা উসকানিতে ভারতের জম্মু সীমান্তের একাধিক চৌকি লক্ষ্য করে গুলি ও মর্টার নিক্ষেপ করে। এরপর ভারতীয় বাহিনী পাল্টা জবাব দেয়। এতে শিয়ালকোট জেলার লুনি এলাকায় থাকা একটি লঞ্চপ্যাড ধ্বংস হয়।
এই লঞ্চপ্যাডটি ব্যবহার করত কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। এখান থেকে ভারী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ছোড়া হতো বলে জানিয়েছে বিএসএফ।
এর আগে, বুধবার (৭ মে) জম্মু সীমান্তে বিএসএফের গুলিতে সাতজন নিহত হয়। সেই ঘটনাতেও সীমান্ত পার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চলছিল বলে দাবি করে ভারত। রেঞ্জার্স বাহিনীর পক্ষ থেকে সে অভিযোগ অস্বীকার করা হয়নি।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তপ্ত হয়ে উঠেছে। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এদের বেশিরভাগই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী।
এই ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়- যেমন সিন্ধু নদের পানি চুক্তি পর্যালোচনা, ভিসা বাতিল, ও বাণিজ্যিক সম্পর্ক সীমিত করা। জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশপথ ও ভিসা নিষিদ্ধ করে।
এই উত্তেজনার মধ্যে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামের সেনা অভিযান চালায় পাকিস্তান অধিকৃত কাশ্মিরে। পাকিস্তানের দাবি, এই হামলায় তাদের ৩১ জন নাগরিক নিহত ও ৫৭ জন আহত হয়েছে। তবে ভারতের দাবি, তারা ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
এর জবাবে পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’, যার অর্থ ‘সীসার প্রাচীর’। এটি প্রতিরোধ ও ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহার করছে পাকিস্তান সেনাবাহিনী।