পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধ নিয়ে ভুয়া তথ্যে সয়লাব হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানে ‘ধরা’ পড়ার পর অসংখ্য নিউজ সরিয়ে নিয়েছে। এ নিয়ে তুমুল সমালোচনা মুখে পড়েছে দেশটি। তবে এবার তুরস্ক ও চীনের বিরুদ্ধে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়োনোর অভিযোগ তুলেছে নয়াদিল্লি।
শনিবার (১০ মে) চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বিরুদ্ধে ‘অপারেশন সিঁন্দুর’ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে ভারত।
দেশটির দাবি, গতকাল রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানপন্থী ‘সন্ত্রাসী’ ঘাঁটিগুলোতে হামলার চালানো হয়েছে। এই হামলা সেনাবাহিনীর সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত। এরপর পাকিস্তানপন্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে।
অভিযোগ করা হয়, প্রচার করা হচ্ছে বীরত্বের সঙ্গে কীভাবে ভারতের হামলা রুখে দিয়ে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফসহ বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে।
এই অভিযানের সঙ্গে কোনও যোগাযোগ নেই এমন পুরনো ছবি, ভিডিও, এমনকি সম্পূর্ণ বানানো, মিথ্যা খবর বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনই একটি ছবিতে ভাঙা বিমানের ধ্বংসাবশেষ দেখিয়ে দাবি করা হয়েছে, বাহাওয়ালপুরে ভারতের রাফাল যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীরা। চীনের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনও ওই এক দাবি করা হয়েছে বলে ভারতের অভিযোগ।
দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা পিআইবি অবশ্য সেই দাবি ভুয়া বলে জানিয়েছে। ছবিটি আদতে ২০২১ সালে পঞ্জাবের মোগায় ভেঙে পড়া একটি মিগ-২১ বিমানের। চীনের ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডলে সংবাদমাধ্যমটিকে তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে। অন্যদিকে, পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী এদিন প্রথমে দাবি করেছিলেন, বেশ কিছু ভারতীয় সেনাকে আটক করেছে পাকিস্তান। পরে সেই দাবি খারিজ করেন তিনি।
কূটনীতিকদের মতে, দেশবাসীর সমর্থন ও বিশ্ববাসীর মতামতকে প্রভাবিত করতেই ভুয়া প্রচার চালাচ্ছে পাকিস্তান।