ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

ট্রাম্প কেন প্রথমে যুদ্ধবিরতি ঘোষণা করলেন?

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৯:৩০ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান।  শনিবার (১০ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন। ট্রাম্পই প্রথম এই চুক্তির ঘোষণা দিয়েছেন। 

পোস্টে তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এ সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন।’

তবে পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন কেন ট্রাম্পই প্রথম যুদ্ধবিরতির ঘোষণা দিলেন। এর সহজ উত্তর হতে পারে তিনিই প্রথম সামাজিক মাধ্যমে এসেছেন, যেমনটি তিনি বেশিরভাগ সময়ই করেন।

কিন্তু যুক্তরাষ্ট্র কেন প্রথমে ঘোষণা করল তা নিয়ে প্রশ্ন রয়েছে। ভারত ও পাকিস্তানের উপর তাদের কী ধরনের প্রভাব আছে?

জানা গেছে, যুদ্ধবিরতির জন্য বহুপাক্ষিক প্রচেষ্টা ছিল। যুক্তরাষ্ট্রে এতে মধ্যস্থতা করেছে বলে দাবি করেছে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার জানান, এই আলোচনায় তিন ডজন দেশ জড়িত ছিল। যুক্তরাজ্য সবেমাত্র ভারতের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তাই এতে তাদেরও ব্যাপক প্রভাব থাকবে।

তবুও মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বার্তাটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কেবল যুদ্ধবিরতি নিশ্চিত করেননি, বরং তিনি আরও বলেছেন, একটি নিরপেক্ষ স্থানে আলোচনা করার জন্য একটি চুক্তি হয়েছে। অন্যকথায়, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এটি কেবল শুরু।