ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

যুদ্ধবিরতির পরেও কাশ্মীরে হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১০:১৫ পিএম
যুদ্ধবিরতির পরও কাশ্মীরের শ্রীনগরে হামলা। ছবি : ভিডিও থেকে নেওয়া

যুদ্ধবিরতি ঘোষণার এক ঘণ্টা পরেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (১০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন,‘যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে!’ এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে ওমর আব্দুল্লাহ লেখেন, ‘এটা কোনো যুদ্ধবিরতি নয়। শ্রীনগরের মাঝখানে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সবেমাত্র খুলে গেছে।’ সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন তিনি।

এছাড়াও শ্রীনগরের বাসিন্দাদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, শ্রীনগরের বেশ কয়েকজন বাসিন্দা ভারত-শাসিত কাশ্মীরের রাজধানীতে শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইতোমধ্যে, শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের উৎস বের করা যায়নি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেন। পরে ভারত ও পাকিস্তান বিষয়টি নিশ্চিত করে ব্রিফিং করে। এবং উভয় পক্ষ যুদ্ধবিরতির নীতি মেনে চলবে বলেও ঘোষণা দেয়।