ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

‘সৃষ্টিকর্তা দয়া করেছেন’, যুদ্ধবিরতিতে কাশ্মীরিদের প্রতিক্রিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৮:০০ পিএম
প্রতীকী ছবি

পাকিস্তান-ভারত যুদ্ধবিরতির ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন ভারত অধ্যুষিত কাশ্মীরের বাসিন্দারা। অনেককেই কাশ্মীর সংঘাতের স্থায়ী সমাধান চেয়ে প্রার্থনা করতে দেখা যায়।

শ্রীনগরের ২৫ বছর বয়সী বাসিন্দা  রুমাইসা জান বার্তাসংস্থা আল জাজিরা কে বলেন, ‘যা ঘটছিল তা নিয়ে আমি ভীষণ উদ্বিগ্ন ছিলাম।’

তিনি আরও বলেন,‘এত প্রাণহানির পর এটিই সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। আমরা শান্তি চাই এবং এই সমস্ত আগ্রাসনের অবসান চাই।’

শহরে একটি ট্রাভেল এজেন্সি পরিচালনাকারী ফিরদৌস আহমেদ শেখ বলেন, দুই দেশের দ্বারা কাশ্মীরকে ‘যুদ্ধক্ষেত্রে’পরিণত করায় তিনি হতাশ।

তিনি আরও বলেন ‘আমার একমাত্র আশঙ্কা হলো ভবিষ্যতে আবারও পরিস্থিতির অবনতি হতে পারে। এই দেশগুলিকে একত্রে মিলে কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে।

আমি প্রার্থনা করি আমাদের সন্তানদের যেন আর এমন সময় দেখতে না হয়। বর্তমানের জন্য সৃষ্টিকর্তা আমাদের প্রতি দয়া করেছেন।’