ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

উপযুক্ত জবাব দেওয়া হয়েছে ভারতকে: শাহবাজ শরিফ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:০২ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ছবি- সংগৃহীত

ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরিফ এই মতামত প্রকাশ করেন।

পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও, পাকিস্তান চরম সংযম দেখিয়েছে।

তিনি আরও বলেন, ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে।

আমাদের পাল্টা অভিযান ‘বুনইয়ানুম মারসুস’ এ সেইসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল।

এদিকে পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দাবি অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের দাবিগুলোকে প্রত্যাখ্যান করে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করেছে। 

তারা বলছে আদমপুরে ভারতীয় এস-৪০০ এর ক্ষতি হয়েছে, সুরাট ও সিরসায় বিমানঘাঁটি ধ্বংস হয়েছে, নাগরোটায় ব্রহ্মোস স্পেস, ডেরাঙ্গিয়ারি ও চণ্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চণ্ডীগড়ের গোলাবারুদ ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত পাকিস্তানের এই মিথ্যা দাবিগুলিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

একই সংবাদ সম্মেলনে অংশ নেয়া ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে পাকিস্তানি কর্মকাণ্ড উসকানি তৈরি করেছে এবং উত্তেজনা বাড়াচ্ছে।

পাকিস্তানের সব দাবি ভিত্তিহীন বলে অভিহিত করে তিনি বলেন, আজ সকালে আমরা আবারও এই উসকানিমূলক দৃষ্টিভঙ্গি দেখতে পেয়েছি।