ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

ভারতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৩:৫০ পিএম
পাকিস্তানের হামলায় জম্মুতে ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: সংগৃহীত

ভারতের বিমানঘাঁটিগুলোর দিকে পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। 

শনিবার (১০ মে) সন্ধ্যায় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি এক বিবৃতিতে এ তথ্য জানান।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তান দাবি করেছিল, ভারতের হামলায় তাদের তিনটি সামরিক বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এ বিষয়ে ভারত আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানায় দিল্লি।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘ভারতের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।’ 

তিনি আরও জানান, ‘পাকিস্তান পুরোপুরি প্রস্তুত আছে, ভারত যেন প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে।’

এদিকে পাকিস্তানের হামলায় ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার (ADDC) রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া পোস্টে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে চলমান এই সংঘাত শুরু হয়েছে ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে। এর জেরে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’, যার আওতায় একাধিক ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত হানা হয়।

দুই পারমাণবিক শক্তিধর দেশের এই উত্তেজনা বিশ্বজুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও জি-৭ দেশগুলো শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছে।