ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান : ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:২৫ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’-তে রাজি হয়েছে ভারত এবং পাকিস্তান। শনিবার (১০ মে) এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত এবং পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি তার পোস্টে আরও লিখেন ‘সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’

পাকিস্তান-ভারত দুই দেশ পাল্টা-পাল্টি হামলায় ভয়াবহ অবস্থায় পৌঁছানোর পর ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্র সচিব  বিক্রম মিশ্রি এ খবরের সত্যতা স্বীকার করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন যে, ভারতের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে যাচ্ছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তা অবিলম্বে কার্যকর হবে।

তিনি আরও বলেন, পাকিস্তান সব সময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রত্যাশি। এক্ষেত্রে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে আপস হবে না।