জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাক্ষণবাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো.আতাউর রহমান সরকার বলেছেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাসের কারণে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে। ব্যবসা বান্ধব পরিবেশের জন্য সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও আল্লাহ ভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীই বিশ্বস্ত সংগঠন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) কসবা পৌরসভা জামায়াতের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসায়ী ও পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
পৌরসভার সহকারী সেক্রেটারি নুর মাজিদুল ইসলামের সভাপতিত্বে এবং সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কাজী ইয়াকুব আলী, পৌরসভা আমির হারুন অর রশিদ, কসবা উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক।
আতাউর রহমান সরকার বলেন, ‘কসবা-আখাউড়ায় আইনশৃঙ্খলার কিছুটা অবনতি ঘটেছে। চাঁদাবাজ ও মাদক কারবারিদের দৌরাত্ম্যের কারণে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এতে জনগণ বিক্ষুব্ধ। স্থানীয় প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।