বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘বিএনপি ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই একসাথে মিলেমিশে সকল ধর্মের উৎসব পালন করি।’
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ, বিশেষ করে কেন্দ্রীয় দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমার পক্ষ থেকে আমি নির্দেশনা দিয়েছি- সালথা উপজেলার ৪৭টি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা সহযোগিতা করবেন। ষড়যন্ত্রকারীরা যেকোনো সময় অপচেষ্টা চালাতে পারে, তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কেউ যদি চাঁদাবাজি বা অনৈতিক কিছু করার চেষ্টা করে, তাকে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।’
শামা ওবায়েদ বলেন, ‘এই দুর্গাপূজা আমাদের সবার উৎসব। কেউ যদি এই সুযোগে কোনো অনৈতিক কাজ করে, তা সে যেই দলেরই হোক- এমনকি যদি আমার দলেরও হয়, তবুও তাকে ছাড় দেওয়া হবে না। সালথার মাটিতে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না।’
তিনি বলেন, ‘আমার বাবা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন এবং মানুষের কল্যাণে কাজ করেছেন। তার সন্তান হিসেবে আমার দায়িত্বও আপনাদের পাশে থাকা। শুধু দুর্গাপূজায় নয়, সারা বছর যেকোনো সমস্যায় আমি আপনাদের পাশে থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদের পাশে থাকতে পারি।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।