বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ বলেছেন, ‘শুধু পূজাতেই নয়, আমরা সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। পূজার পরেও যদি আপনারা আপনাদের কার্যক্রমে আমাদের সহযোগিতা চান, তাহলে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। আজকে আপনারা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।’
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আখড়াবাড়ি, কালীবাড়ি, নড়াইলপাড়া, রাজারহাট ও পালপাড়াসহ বেশ কিছু পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পিরোজপুরে আমরা সকলে একত্রে মিলেমিশে থাকার চেষ্টা করছি। ৫ আগস্টের পটপরিবর্তনের পরে আইনশৃঙ্খলা মিটিংয়ে আমাদের বলা হয়েছিল, আপনারা একটু কষ্ট করে হলেও সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্থানে তারা যেন নিশ্চিন্তে ও নিরাপদে বসবাস করতে পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে- সে বিষয়ে নজর রাখবেন। এরপর থেকে আমাদের যুবক ও ছাত্ররা বিভিন্ন মন্দির ও মণ্ডপ পাহারা দিয়েছে, যাতে কোনো দুর্বৃত্ত তাদের ক্ষতি করতে না পারে।’
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ, পৌর সেক্রেটারি আল-আমিন শেখ, যুব বিভাগের সভাপতি নকিব নাসরুল্লাহ, যুব নেতা আশিকুর রহমান নয়ন ও সনাতন ধর্মাবলম্বী নেতারা।