ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রূপসায় পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রূপসা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৬:৪৭ এএম
অর্ধগলিত লাশ উদ্ধার। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার রূপসায় জাবুসা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের পাশে গ্লোরি জুট মিলের সামনে আইডিয়াল কোম্পানির পরিত্যক্ত পুকুর থেকে পুলিশ অর্ধগলিত লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মৃতের বয়স আনুমানিক ৫০ বছর। রাতে আইডিয়াল কোম্পানির পরিত্যক্ত পুকুরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। স্থানীয়ভাবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

  

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মৃত ব্যক্তির শরীরে পচন ধরেছে। লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি, তবে তদন্ত চলছে।