ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নামাজ পড়াতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় ইমামের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৭:১৩ এএম
লাশ। প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুর উপজেলায় একটি মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ কাজী মুক্তার উদ্দিন (৭১) নামে এক ইমাম নিহতের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কছুন্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে ফজরের নামাজ পড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বের হন ইমাম। পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহাগ মৃত ঘোষণা করেন।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ওসি আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রবীণ এই ইমাম দীর্ঘদিন ধরে এলাকার একটি মসজিদে ইমামতি করছিলেন। তার মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।