ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

প্রেমিকাকে বিয়ে করতে না পেরে যুবকের ‘আত্মহত্যা’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:২১ পিএম
নিহত সাগর হোসেন। ছবি- সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে প্রেমিকাকে বিয়ে না করতে পেরে অভিমানে বিষ পানে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম সাগর হোসেন (১৯)। তিনি উপজেলা ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

যুবকের বাবা রহিদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কারণে অভিমান করে সাগর বিষ পান করে। বিষয়টি জানতে পেরে ওই রাতে তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

তিনি বলেন, সেখানে চিকিৎসাকালে অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে স্থানীয়রা বলছেন, হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পাশ করেন সাগর। কিছুদিন ধরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় সে এমন পথ বেছে নেয়।

ধামইরহাট থানা ওসি আব্দুল মালেক বলেন, তিনি কি কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। তবে তার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।