মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জ মোল্লারচরের কাছে মেঘনা নদীতে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ছয়জন জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ দুর্ঘটনার পর আশপাশের নৌযানের সহযোগিতায় পাঁচজন জেলে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম মোহাম্মদ শরীফ (৩২)।
ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নদীর পানির গভীরতা বেশি এবং স্রোতের গতিও তীব্র হওয়ায় উদ্ধার কাজ কঠিন হলেও ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নারায়ণগঞ্জ কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ‘ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্তের জন্য প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান চলছে।’
নিখোঁজ মোহাম্মদ শরীফের স্বজনরা নদীর তীরবর্তী এলাকায় অপেক্ষা করছেন এবং ব্যক্তিগত উদ্যোগে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করছেন।