বিতর্ক আর রোমাঞ্চে ঠাসা এবারের এশিয়া কাপ শেষ হয়েছে ভারত-পাকিস্তানের মহারণ দিয়ে। শিরোপা জিতে নিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। অপরাজিত থেকেই তারা ধরে রেখেছে এশিয়ার শ্রেষ্ঠত্ব।
তবে মাঠের লড়াই শেষ হলেও এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে প্রাইজমানির অঙ্ক। বিশেষ করে বাংলাদেশ দল ঠিক কত টাকা পাচ্ছে? তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত পাচ্ছে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা।
রানার্স-আপ পাকিস্তানের ভাগে যাচ্ছে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
বাংলাদেশ এ আসরে তৃতীয় হয়েছে। ফলে টাইগারদের প্রাইজমানি হিসেবে থাকছে প্রায় ৬০ লাখ টাকা। চতুর্থ হওয়া শ্রীলঙ্কার জন্য নির্ধারিত হয়েছে প্রায় ৪০ লাখ টাকা।
২০২৩ সালের ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার এবং ২০২২ সালে প্রাইজমানি ছিল ২ লাখ ডলার।
সে তুলনায় এবারের আসরে প্রাইজমানির অঙ্ক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে, আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে প্রাইজমানির ঘোষণা দেয়নি।