ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০২:০৭ পিএম
নয়ন (৩৫)। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা রেলস্টেশন অতিক্রম করার পর চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন (৩৫) উপজেলার খরনা ইউনিয়নের বাসিন্দা এবং আবুল কাশেমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নয়নের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জিআরপি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

চট্টগ্রাম জিআরপি থানার এএসআই বিকাশ বড়ুয়া জানান, ‘নিহত যুবকের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’

পটিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেলও ট্রেনে কাটা পড়ে নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।