সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের (মানিলন্ডারিং) অভিযোগ অনুসন্ধানের জন্য নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সংস্থাটির পক্ষ থেকে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, সাকিব আল হাসানের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য এর আগেই বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেওয়া হয়েছিল।
চলতি বছর জুনে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের নামে একটি মামলা দায়ের করে দুদক।
নতুনভাবে নিয়োগ পাওয়া তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন শেয়ারবাজার কেলেঙ্কারির চলমান মামলার তদন্তের সঙ্গে সাকিবের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগগুলোও খতিয়ে দেখবেন।