ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা মেডিকেলে যুদ্ধাপরাধী কয়েদির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:১৮ পিএম
ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুদ্ধাপরাধী কয়েদি ওবায়দুল হক আবু তাহের (৭০) মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ৫০২ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।

এর আগে কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ইসরাফিল জানান, গত ৩১ আগস্ট কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যুদ্ধাপরাধী মামলার কয়েদি ওবায়দুল হক। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার কয়েদি নং ৮৩৫৩/এ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধাপরাধী এক কয়েদির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।