ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ভারতকে ‘ঠিক করার’ হুমকি মার্কিন বাণিজ্য মন্ত্রীর

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:৫১ পিএম
ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি- সংগৃহীত

মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোকে ‘ঠিক করতে হবে’, যাতে তারা তাদের বাজার উন্মুক্ত করে এবং ওয়াশিংটনের স্বার্থবিরোধী পদক্ষেপ না নেয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউজ ন্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও ব্রাজিলসহ বেশিরভাগ ব্রিকস সদস্য দেশ থেকে আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন।

লুটনিক বলেন, ‘আমাদের সুইজারল্যান্ড, ব্রাজিল, ভারত এসব দেশকে ঠিক করতে হবে। তাদের আমেরিকার প্রতি সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। বাজার খুলতে হবে, আমেরিকার ক্ষতি করা বন্ধ করতে হবে। সেই কারণেই আমরা তাদের চাপ দিচ্ছি।’

আগস্টে স্থগিত হওয়া বাণিজ্য আলোচনা আবার শুরু করেছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। তবে এখনো কোনো বাণিজ্য চুক্তির কাছাকাছি পৌঁছানো যায়নি।

চলতি মাসের শুরুতে লুটনিক বলেছিলেন, ভারত যদি রাশিয়ান তেল কেনা বন্ধ করে এবং তার বাজার উন্মুক্ত করে। তবে আমেরিকা ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি ‘সমাধান’ করবে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে ঠিকই, তবে মার্কিন বাণিজ্য এজেন্ডায় ভারত ও ব্রাজিলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

লুটনিক জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার ধরন হলো প্রথমে সর্বোত্তম প্রস্তাব দেওয়া, এরপর ধাপে ধাপে কঠোর শর্ত বসানো।

ভারত ও আমেরিকা চলতি বছরের আগস্টের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি করতে চেয়েছিল। কিন্তু ভারতের কৃষি ও দুগ্ধ খাতে বৃহত্তর প্রবেশাধিকারের জন্য মার্কিন দাবি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। নয়াদিল্লি এসব খাতকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসে ঘোষণা দেন, ভারতীয় কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি ‘প্রাচীরের মতো দাঁড়াবেন’।

গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে ভারতীয় একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে আলোচনায় অংশ নেয়। সরকারি বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ দ্রুত পারস্পরিক লাভজনক চুক্তি করার চেষ্টা চালিয়ে যাবে।

সূত্র: আরটি