ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বাস শ্রমিকদের অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৫:৩১ পিএম
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করেছে ঝিনাইদহে কর্মরত বাস ও মিনিবাস শ্রমিকরা। এতে মহাসড়কে বড় ধরনের উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার ত্রিমোহনী বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ইজিবাইক চালকদের হামলায় একজন বাস চালক আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন ইজিবাইক চালক বাসস্ট্যান্ডে বাস শ্রমিকদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করলে একজন বাস চালক গুরুতর আহত হন। আহত চালকের নাম লাল্টু। তিনি হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বাস চালিয়ে আসছেন।

ঘটনার পরপরই ক্ষুব্ধ বাস শ্রমিকরা মহাসড়কে বাস দাঁড় করিয়ে অবরোধ শুরু করেন। এতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উভয় পাশে অনেক গাড়ি আটকে পড়ে এবং ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে, ইজিবাইক চালকদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অবরোধের খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাস শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। চালককে মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’