পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম, দুর্নীতি চেম্পারিং ও জালিয়াতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযান দুপুর ১টায় শুরু হয়ে তিন ঘণ্টাব্যাপী চলে।
দুদক জানায়, সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস এবং জেলা রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের সন্ধান পাওয়া গেছে। বিশেষ করে, অফিসে প্রায় ৫০ জন নকল নবীশ থাকলেও তারা সরাসরি কর্মকর্তাদের মতো বসে সেবা প্রদান করছিলেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।
এ ছাড়াও, দুই নকল নবীশের কাছ থেকে সন্দেহজনকভাবে নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার বাঁশবাড়িয়া এলাকার মানিক সিকদারের স্ত্রী মর্জিনা খানম (৪৩) থেকে ৫০ হাজার টাকা এবং নাজিরপুর উপজেলার শ্যামল বড়ালের স্ত্রী শিল্পি রানী (৪৮) থেকে ১৭ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়েছে। তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।
জাকির হোসেন জানান, অনিয়ম, দুর্নীতি চেম্পারিং এবং জালিয়াতির অভিযোগের ভিত্তিতে জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। নকল নবীশরা কর্মকর্তাদের মতো কাজ করছিলেন, যা নিয়মবহির্ভূত।
এ ছাড়া দুইজনের কাছ থেকে মোট ৬৭ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।