ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পল্লবীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:৪৪ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি- সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রিফাত (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা ফাতেমা খাতুন জানান, রিফাত পল্লবী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। বিকেল তিনটার দিকে থানার সামনে দিয়ে যাওয়ার সময় ৩-৪ জন যুবক তার গতিরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবার দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে। কিন্তু চিকিৎসক তখনই মৃত ঘোষণা করেন।

ফাতেমা খাতুন আরও জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর শালদো গ্রামে। রিফাত মো. সাগর মিয়ার ছেলে। বর্তমানে তারা মিরপুর ১২ নম্বরে বসবাস করছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।